বাবলু প্রামাণিক, ক্যানিং: বুলবুল ,আম্ফান , ইয়াস ঘূর্ণিঝড় বারবার সুন্দরবনের গোসাবা বিস্তীর্ণ অঞ্চল গুলিতে তাণ্ডবলীলা চালিয়েছে। স্মৃতি এখনো দগ্ধ আবারো দুর্যোগের ঘনঘটা গোসাবা দীপ বাসীদের মনে। মুসাফার মানুষজন দেখেছে কিভাবে মুহূর্তের মধ্যে শান্ত নদী কিভাবে রুদ্র রূপ ধারণ করে একের পর এক গ্রাম প্লাবিত করে নিয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে কার্যত তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের এই দ্বীপ অঞ্চল গোসাবা। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল স্থায়ী নদীবাঁধ না থাকায় বারবার দুর্যোগের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষদের।
নদী পার সমুদ্রের রুদ্র রূপের কাছে গ্রামবাসীদের রক্ষা করতে পারেনা কাঁচা মাটির বাঁধ গুলি বারবার ভেঙে বানভাসি হয় সুন্দরবনের একাধিক অঞ্চলের মানুষ জন। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব নি তারপর সুন্দরবনের উপর মানুষজনের থাই হয়েছিল উঁচু বাঁধের ধারে প্রাণে রক্ষা পেলেও সর্বস্ব জলের তলায়। এখন গোসাবা মানুষের মনে আবারো দুর্যোগের ঘনঘটা। গ্রহণ ও কোটালের জোড়া ফলা। শুক্রবার আবারো গোসাবা সহ বিস্তীর্ণ অঞ্চল বানভাসি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহণ ও কোটাল এর জেরে সুন্দরবন লাগোয়া উপকূল তীরবর্তী নদী গুলির আবারও জলস্ফীতি দেখা দেবে নদী বাঁধ ভেঙে আবারও বানভাসি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালানো হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং এর মাধ্যমে স্থানীয়দের সতর্কীকরণ করা হচ্ছে পাশাপাশি গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct