এহসানুল হক, বসিরহাট: কোভিড রোগীদের চিকিৎসায় অক্সিজেনের চাহিদা মেটাতে বসিরহাট -১ নং ব্লকের উদ্যোগে ছয় শয্যা বিশিষ্ট অক্সিজেন পার্লার চালু হল এদিন শাকচুড়া পাতিলাচন্দ্র হানাফিয়া মাদ্রাসায়। এই ছয় শয্যা বিশিষ্ট অক্সিজেন পার্লার আক্রান্তদের পরিষেবায় সপ্তাহের প্রত্যেক দিন ২৪ ঘণ্টায় খোলা থাকবে, চারটি সিলিন্ডার রয়েছে। বৃহস্পতিবার অক্সিজেন পার্লারের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য এবং বসিরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহানুর মন্ডল। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মন্ডল, নিমদাঁড়িয়া কোদালিয়া পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং যুব তৃণমূল কংগ্রেসের নেতা বুলবুল ইসলাম সহ একাধিক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও বিশিষ্টজনেরা। এদিন জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল বলেন, চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পার্লারে ৪টি অক্সিজেন কনসেনট্রেটর রাখা হয়েছে। অক্সিজেনের প্রয়োজন রয়েছে, এমন রোগীরা চিকিৎসকের পরামর্শ মতো এই পার্লারে থাকতে পারবেন।
বসিরহাট এক নম্বর ব্লকের তরফে ওই রোগীদের প্রতিদিন তিনবেলা খাবার পরিবেশন করা হবে। এদিন আরো বলেন, “অতিমারির এই সঙ্কটে সকলের জন্য এই অক্সিজেন পার্লার খোলা থাকবে। বিশেষ করে বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ আসতে পারে তাই সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই একটু প্রয়াস। আমাদের সাতটি পঞ্চায়েত রয়েছে নদীর ওপারে চারটি পঞ্চায়েত রয়েছে আমরা নদীর ওপারে আরেকটি ক্যাম্প করার চিন্তাভাবনা করছি।
এই বিষয়ে জানতে চাওয়া হলে রাজ্যের বনমন্ত্রী ও জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক থেকে যানাযায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বাংলার মানুষের জন্য ভাবেন, কোভিড আক্রান্তদের জন্য সমস্ত জায়গায় ভালো চিকিৎসা চলছে। এই কাজ অক্সিজেনের ব্যবস্থা এটা খুব ভালো খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct