আপনজন ডেস্ক: অনলাইন ক্লাস বা ওয়ার্ক ফ্রম হোম করার সময় গুগল মিট করোনার সময়ে খুবই জনপ্রিয়। এর প্রধান সমস্যা ছিল অপ্রীতিকর ব্যাকগ্রাউন্ড। কখন মিট চলাকালীন বাচ্চা চলে আসছে তো অনলাইন ক্লাস চলাকালীন ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠছে বাড়ির আবহ। এবার এই সমস্যা সমাধানে গুগল নিয়ে আসছে গুগল মিট ব্যাকগ্রাউন্ড। গুগল মিটের ওয়েব সংস্করণে আসছে ভিডিও ব্যাকগ্রাউন্ড সুবিধা। এর আগে মিটের জন্য অক্টোবরে ডিফল্ট এবং কাস্টম ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছিল গুগল। আপাতত ভিডিও ব্যাকগ্রাউন্ড সুবিধা শুধু ওয়েব সংস্করণে এলেও, আগামীতে মোবাইল ব্যবহারকারীরাও পাবেন এটি।
গুগল মিট ওয়েব ইউআই-এ প্রথমবারের মতো ভিডিও ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে ঘোষণা দেয়া হয়েছিল। এবার সে ঘোষণাই বাস্তবায়িত হচ্ছে। শুরুতে ভিডিও ব্যাকগ্রাউন্ডে তিনটি অপশন থাকছে : শ্রেণিকক্ষ, পার্টি এবং বনাঞ্চল। আরও মিট ভিডিও ব্যাকগ্রাউন্ড সামনে আসবে বলেও জানিয়েছে গুগল। খবর ৯টু৫গুগলের।
৩০ জুন প্রথমে ওয়েবে আসবে ভিডিও ব্যাকগ্রাউন্ড। তবে, এটি পেতে হলে অবশ্যই গুগল ক্রোমের সংস্করণ ৮৭ থাকতে হবে। বাই-ডিফল্ট গুগল ওয়ার্কস্পেসের এডুকেশন অ্যাকাউন্টে ভিডিও ব্যাকগ্রাউন্ড বন্ধ থাকবে। এ ছাড়া সব প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত ব্যবহারকারীরা ফিচারটির সুবিধা পাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct