সেখ মহম্মদ ইমরান, কেশপুর: করোনা অতিমারীতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে রক্তের সংকট। এই করোনা পরিস্থিতির মাঝে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এল কেশপুর থানা। বৃহস্পতিবার কেশপুর শহীদ ক্ষুদিরাম স্মৃতি অডিটোরিয়াম হলে কেশপুর থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্ত সংগ্রহে ছিল ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক। এদিন শিবিরে কেশপুর থানার ওসি অঞ্জনি কুমার তেওয়ারী, অন্যান্য অফিসার, সিভিক সহ মোট ৫২ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের হাতে থানার পক্ষ থেকে একটি করে চারাগাছ তুলে দিয়ে বৃক্ষ রোপণের বার্তা দেওয়া হয়। রক্তদান শিবিরে র উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি(এইচকিউ) অম্লান কুসুম ঘোষ, ডিওয়াই, এসপি (ডি.টি) পশ্চিম মেদিনীপুর ফাইজল আহমেদ, সি আই কেশপুর পথিকৃৎ চ্যাটার্জি, কেশপুর হাসপাতালের বিএমওএইচ ডা. বিদ্যুৎ কুমার পাতর, কেশপুর বিডিও দীপক কুমার ঘোষ, আনন্দপুর থানার ওসি অখিলেশ সিং, কেশপুর থানার ওসি অঞ্জনি কুমার তেওয়ারী, কেশপুর ব্লক ব্লাড ভলান্টারি ডোনার্স ফোরামের সম্পাদক ফাকরুদ্দিন মল্লিক, উত্তমানন্দ ত্রিপাঠি, মহম্মদ রফিক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct