সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বিজেপিতে ভাঙন এখনও অব্যাহত। এবার বাঁকুড়া জেলা সোনামুখী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একশ জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সোমনাথ মুখার্জী ও সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায়। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান কারী এক যুবক বলেন , বিজেপি বাংলার মানুষকে শুধুমাত্র আশা দেখিয়েছে কাজের কাজ কিছুই করেনি মানুষের জন্য কাজ করার কোন জায়গা নেই বিজেপিতে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে ও মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কেননা একমাত্র তৃণমূল কংগ্রেসের মানুষের জন্য কাজ করার জায়গা রয়েছে ।
সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ মুখার্জী জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করেন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আগামী দিনে মানুষের জন্য কাজ করে যাবো । আমাদের দলে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা যোগদান করেছেন তারাও মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন আমরা তাদেরকে আমাদের দলে স্বাগত জানাই ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct