নকীব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার: ওদের হাতে স্যালাইন এর বোতল, বা ইনজেকশনের ছুঁচ, কখন কার কতটা অক্সিজেনের প্রয়োজন সে দিকে লক্ষ্য রাখা, নিয়ে সারা দিন চলে রোগী সেবার কাজ ওদের মধ্যে কেউ কোভিড আক্রান্ত হয়ে। আবার কোভিড রোগীদের সেবা করতে কোনো দ্বিধা বোধ করেন না ওরা। কেউ বা করোনা আক্রান্ত হন। ওরা আর, কেউ না, তার হলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের নার্স। মনোয়ারা, শবনম সাহানি, সমাশ্রী মাইতি, স্বপ্না মাইতি, উমারানি মাইতি , অনিন্দিতা বেরা। কখনও কোভিড ওয়ার্ডে নার্সের নিত্য মন ছুঁয়েছে সারা রাজ্যের মানুষের। তাই এবার চেনা ছন্দের বাইরে গিয়ে এক অন্য মানবসেবা। এবারে রোগীর সেবার পাশাপাশি ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন ওরা ।
দক্ষিণ ২৪ পরগনা নামখানা ব্লকের ১০ মাইলে পাতিবুনিয়া তে কয়েকশো মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। ৭ জনের একই নার্সিং টিম। নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন স্যানিটাইজার মাস্ক তুলে দেন। এর আগেও বকখালিতে এভাবে আমফানের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিলেন ওরা। হাসপাতালের বেডে শুয়ে থাকা অসুস্থ মানুষদের সেবা দিয়ে, সুস্থ কর যাদের কাজ, তারা আজ প্রাকৃতিক দুর্যোগে পরিস্থিতির শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন। ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কিছুটা হলেও কষ্টকে ভাগ করে নেওয়াটাই ছিল ওদের অঙ্গীকার। তাই সকাল থেকে নার্সিং দিদিমণিরা নিজেরাই খাদ্য সামগ্রী কিনে নিজেরাই প্যাকিং করে নামখানার উদ্দেশ্যে রওনা দেন। শুধুমাত্র সেইসব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের অর্থ দিয়ে কিছু খাদ্য সামগ্রিক ওদের হাতে তুলে দিয়ে, এভাবে কিছুটা দুঃখ ভাগ করে নিলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের নার্সরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct