আপনজন ডেস্ক: সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য সুখবর। সৌদি আরব স্বয়ংক্রিয় ভাবে দেশটিতে থাকা বিদেশী কর্মীদের বাসস্থান অনুমতি (আকামা) এবং প্রস্থান ও পুনরায় ফিরে আসার ভিসার মেয়াদ বৃদ্ধি করছে। এতে নতুন করে বাড়তি আর কোনো খরচ হবে না। সাউদি প্রেস এজেন্সি (এসপিএ) মঙ্গলবার এ খবর দিয়েছে। ফলে, ভারত সহ উপমহাদেশ থেকে যে হাজার হাজার শ্রমিক সৌদি আরবে কর্মরত তাদের আর দেশে ফেরার জন্য এখনই চিন্তায় পড়তে হবে না। বেশিরভাগ সময়, সৌদিতে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে বিদেশি সেকানে তাকতে পারত না। জানা গেছে, সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ স্বয়ংক্রিয় ভাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত এ মেয়াদ বৃদ্ধির কাজ শুরু করে দিয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে গত ২ ফেব্রুয়ারি যে ২০টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেসব দেশের নাগরিকরা এ সুবিধা পাবেন। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, মিসর, লেবানন, ভারত, পাকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড ও তুরস্ক। করোনা মহামারীর কারণে যেসব দেশের ভ্রমণকারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারেননি তাদের ভ্রমণ ভিসার মেয়াদও আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে সৌদি আরবে মঙ্গলবার ১ হাজার ২৬১ জনের শরীরে করোনা শনাক্তসহ এ পর্যন্ত ৪ লাখ ৫৯ লাখ ৯৬৮ জন রোগী শনাক্ত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct