কুতুবউদ্দিন মোল্লা, গোসাবা: সুপার সাইক্লোন ইয়াশ-এর প্রভাবে সুন্দরবনের এলাকাবাসীরা শোচনীয় পরিস্থিতির স্বীকার হয়েছিল। এই পরিস্থতি সামাল দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত, সুন্দরবনের ছোটো মোল্লাখালি গ্রাম এর একটি ছেলে, তার নাম রাকেশ হাউলি। সাইক্লোন যখন তার তাণ্ডবে লন্ডভন্ড করেছে চারিদিক, ভাসিয়ে নিয়ে গেছে একের পর এক গ্রাম, ঠিক সেই পরিস্থিতিতে রাকেশ হাউলি তার সুন্দরবনের অসহায় মানুষগগুলির জন্য কিছু ত্রাণের ব্যাবস্থা করবেন বলে জানান। তার ফেসবুক প্রোফাইল এ তিনি বিষয়টি পোস্ট করেন এবং তার জন্য সকলের কাছে সাহায্য প্রার্থী হন। জানা যায় তার অনেক পরিচিত ব্যাক্তি ও বন্ধু বান্ধব তাঁর পাশে দাড়ান। প্রখ্যাত পরিচালক/প্রযোজক মুরারি এম রক্ষিত রাকেশ হাউলির এই উদ্যোগে ২০,০০০ অনুদান পাঠিয়ে সাহায্য করেন। এই ভাবে সকলের সাহায্য নিয়ে তিনি ওই দুর্দশাগ্রস্ত মানুষগুলির আহার জোগাড় করতে সক্ষম হন। তারপর রাকেশ হাউলি গ্রামের অসহায় দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। তবে এমন উদ্যোগকে এলাকার বিশিষ্ট জন সাধুবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct