আপনজন ডেস্ক: ফুটবলে বর্ণবৈষম্য আলোচিত বিষয়। প্রায়শই সংবাদমাধ্যমে উঠে আসে ফুটবলারদের বর্ণবাদের শিকারের খবর। গত এপ্রিলের শেষে বর্ণবৈষম্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম বয়কটের ঘোষণা দেয় ইংল্যান্ডের একাধিক ক্রিকেট ও ফুটবল ক্লাব। দেশটির জাতীয় ফুটবল ও ক্রিকেট দলের সামাজিক যোগাযোগমাধ্যমের একাউন্ট সাময়িক বন্ধ রাখা হয় বর্ণবৈষম্যের প্রতিবাদ হিসেবে। এবার জানা গেলো, বর্ণবৈষম্য সইতে না পেরে আত্মহত্যা করেছেন এসি মিলান একাডেমির সাবেক ফুটবলার।ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটির একাডেমির হয়ে খেলেছেন সিয়াড ভিসান। খেলেছেন সিরি আ’র আরেক ক্লাব বেনেভেন্তোর একাডেমি দলেও। ২০ বছর বয়সী ভিসানের মরদেহ পাওয়া গেছে তার বাড়ি ইতালির ক্যাম্পানিয়াতে। আত্মহত্যার আগে এর কারণ জানিয়ে একটি চিঠিও লিখেছেন তিনি।স্থানীয় পুলিশ জানিয়েছে চিঠিতে বছরের পর বছর ধরে বর্ণবৈষম্য সহ্য করতে না পারায় মারা যাওয়ার কথা লিখেছেন ভিসান। তিনি লিখেছেন, ‘এখন, আমি যেখানেই যাই, যেখানেই যাই, যেখানেই যাই। সেখানেই আমি পাথরের মতো অনুভব করি। মানুষের সন্দেহপ্রবনতা, কুসংরচ্ছন্নতা, অন্যভাবে তাকানো এসব আমার কাঁধে ভর করে।’ ভিসান আরও লিখেছেন, ‘মানুষের কাছে প্রমাণ করতে হয়, যেন তারা আমাকে চেনে না। আমি তাদের মতো না, ইতালিয়ান, সাদা। আমার মনে হতো কালো হওয়ায় আমার লজ্জিত হওয়া উচিত।’
ইথিওপিয়ায় জন্ম নেওয়া ভিসান ছোটবেলায় চলে আসেন ইতালিতে। দেশটির এক দম্পত্তি পালক হিসেবে তাকে এখানে আনেন। এখানে এসেই ফুটবল খেলতে শুরু করেন ভিসান। কিন্তু ২০১৬ সালেই ক্রীড়াঙ্গন থেকে অবসরের কথা জানান তিনি। ফুটবল থেকে অবসর নিলেও অ্যাটলেটিকো ভিটিকালার হয়ে ‘ফাইভ এ’ সাইড ফুটবল চালিয়ে যাচ্ছিলেন ২০ বছর বয়সী এই তরুণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct