আপনজন ডেস্ক: সব ঠিক থাকলে টোকিও অলিম্পিকের উদ্বোধন হবে ২৩ জুলাই। করোনা মহামারির মধ্যে এমনিতেই বিতর্কের মুখে এবারের অলিম্পিক। টোকিওতেও চলছে জরুরি অবস্থা। এর মধ্যেই আরেক দুঃসংবাদ।
আজ সকালে মরিয়া ইয়াসুশি নামের জাপানের অলিম্পিক কমিটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে টোকিও পুলিশের সূত্র দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
নিপ্পন টেলিভিশন জানিয়েছে, নাকানোবু স্টেশনে পাতাল ট্রেনের সামনে লাফ দেন ইয়াসুশি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর মৃত ঘোষণা করা হয়।
সংবাদমাধ্যম জানায়, পুলিশ আত্মহত্যা ধরে নিয়েই এই ঘটনার তদন্ত করছে।
জাপানের অলিম্পিক কমিটির হিসাবরক্ষণ বিভাগের প্রধান ছিলেন ইয়াসুশি। অলিম্পিক গেমসের সঙ্গে তাঁর আত্মহত্যার কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম নিক্কেই জানিয়েছে, তিনি ট্রেনের সামনে লাফ দেন। তবে তাঁর কাছে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। জাপান অলিম্পিক কমিটিও (জেওসি) এখন পর্যন্ত এ ব্যাপারে তেমন কিছু জানাতে পারেনি। তারা শুধু জানিয়েছে, ইয়াসুশির মৃত্যুর ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
করোনা মহামারির মধ্যে অলিম্পিক আয়োজন নিয়ে দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেকের মধ্যেই অসন্তোষ আছে। এই অলিম্পিকের স্পনসর ও সংবাদমাধ্যম আশাহি শিমবুন গত মে মাসে অলিম্পিক বাতিলের আহ্বান জানিয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct