আপনজন ডেস্ক: সোভিয়েত ইউনিয়ন ভেযে যেবাবে ভাগ হয়ে গিয়েছিলন আমেরিকাও ওইভাবে বেঙে টুকরো হয়ে যাবে বলে মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ব্যাপারে পুতিন বলেছেন, সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রও ভেঙে যেতে পারে।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন, ‘যেকোনো সাম্রাজ্যবাদী পরাশক্তির মতো বর্তমান মার্কিন সরকারও প্রচলিত নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্র এমন সব সমস্যা তৈরি করেছে, যা এখন তাদের পক্ষে সমাধান করা সম্ভব হচ্ছে না। ঠিক যেমনটি সাবেক সোভিয়েত ইউনিয়ন সরকারের আমলে ঘটেছিল।’
সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের বিরতিতে বিশ্বের বিভিন্নি প্রভাবশালী গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের ধসে পড়া বা ভাঙনের ব্যাপারে সতর্ক করে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পুতিন।রুশ প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের মধ্যে এক ধরণের সৃষ্টি হয়েছে যে ধারণা আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে তারা এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে সক্ষম। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। তাদের শক্তি ও সামর্থ্য এতোটা বেশি মনে করে যে, কোনো ক্ষেত্রে ভুল করলেও তাদের খুব একটা সমস্যা হবে না।’
এসময় মার্কিন সরকারের সামনে বিরাজমান বিভিন্ন সমস্যা ও তাদের ব্যর্থতার বিষয়গুলো উল্লেখ করে পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের জটিল সব সমস্যার মাত্রা স্থায়ীভাবে বেড়েই চলেছে। এমন এক সময় আসবে যখন এসব সঙ্কট থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ থাকবে না তাদের। তাই নিশ্চিতভাবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ভুল পথে হাঁটছে যে পথে সাবেক সোভিয়েত ইউনিয়নও পা দিয়েছিল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct