ফৈয়াজ আহমেদ: এখন অধিকাংশ মানুষ স্মার্ট ফোন ব্যবহার করে থাকেন। এসব ডিভাইস গুলোর স্ক্রিন বা ডিসপ্লে সুরক্ষার জন্য গ্লাস প্রটেক্টরই আপাততঃ ভরসা মানুষের। যদিও এখন কিছু কিছু ব্রান্ড কোম্পানি তাদের মোবাইলের বিভন্ প্রোডাক্টে স্ক্র্যাচ ফ্রি বের করেছে, তাহলেও সাধারন গ্লাসের মোবাইলই এখনই বেশি চালু আছে। আগে এসব স্ক্রিন প্রটেক্টর গুলি চায়না থেকে আমদানি করা হত। কিন্তু এখন আপনি নিজেই চেষ্টা করলে এসব স্মার্ট ফোনের ডিসপ্লে সুরক্ষার স্ক্রিন প্রটেক্টর গুলি এখানেই তৈরি করতে পারবেন।
আর প্রতিনিয়ত এসব স্মার্ট ফোনের ডিসপ্লে সুরক্ষার স্ক্রিন প্রটেক্টর এর চাহিদা বেড়েই চলছে, তাই ইচ্ছে করলে আপনিও আপনার ফুল টাইম ব্যবসা হিসাবে আপনার আয় বাড়াতে পারেন।
কিভাবে শুরু করবেন?
প্রথমে Laser Engraving Machine মেশিন ক্রয় করতে হবে । এরকম একটা Laser Engraving Machine মেশিন আপনি ৪ লাখ টাকার মধ্যেই পাবেন। প্রথমে Laser Engraving Machine মেশিন কিনে আপনার বাসায় স্থাপন করে নিতে পারেন। মেশিন কেনা শেষ হলেই আপনার কাজ হল স্ক্রিন প্রটেক্টর গুলি বিক্রির জন্য মার্কেট খুজে বের করা। আপনি চাইলে দুই ভাবে এসব গ্লাস বিক্রি করতে পারেন। পাইকারি এবং খুচরা দোকানে সরবরাহ করে।
কত মূলধন লাগবে?
Laser Engraving Machine মেশিন বিভিন্ন রকমের হতে পারে। সে অনুযায়ী আপনাকে ইনভেস্ট করতে হবে। যদি ৪ লাখ টাকায় আপনি মেশিনের পুরো সেট কিনে নেন তবে পেপার কিনতে আরও এক লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এছাড়া আপনার একার পক্ষে এত বড় মার্কেট সামলানো কষ্টের হয়ে যাবে। সেজন্য আপনাকে আরও একজন লোক নিয়োগ করতে হবে। প্রতি মাসে ৮-১০ হাজার টাকা এজন্য আপনাকে খরচ করতে হবে। সব মিলিয়ে ৫ লাখ টাকা আপনার খরচ করতে হবে।
কত লাভ হতে পারে:
কোলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে চাঁদনি মার্কেট, ফ্যান্সি মার্কেট বা গড়িয়াহাট মার্কেট এলাকাতে মোবাইল এক্সেসরিজ দোকানে আপনি এসব স্মার্ট ফোনের ডিসপ্লে সুরক্ষার স্ক্রিন প্রটেক্টর বিক্রি করতে পারবেন। এছাড়া মফস্বল শহরগুলিতে স্যালসমেন নিযোগ করে বা কমিশন ভিত্তিতে লোক নিয়োগ করে বিক্রি করতে পারেন। প্রাথমিক ভাবে ১০০ দোকান নির্বাচন করলেই হবে। ১০০ টি দোকানে এই মোবাইল স্ক্রিন প্রটেক্টর গুলি যদি মাসে ২০০ টি করে সরবরাহ করতে পারেন তবে মাসে সর্বমোট ২০০০০ পিস চলে যাবে। প্রতি পিসে ৫ টাকা করে লাভ করতে পারলে, তাহলে মোট ইনকাম হবে- ২০০০০X৫=১০০,০০০ টাকা।
এই মেশিন আর কি কাজে ব্যবহার করা যাবে? এই মেশিন দিয়ে কেবল স্ক্রিন প্রটেক্টর না, আপনি এই মেশিন দিয়ে জুতো, কাপড়, চামড়াজাত প্রোডাক্ট, কাপড়ের খেলনা, কমিইপউটারাইজড এম্ব্রোয়ডারি, উড ক্রাফ্ট, সাজানোর জিনিষ, প্যাকেজ প্রিন্টিং এর কাজ গুলি ও করতে পারবেন।
সেজন্য আপনার লাভ কেবল একটি প্রোডাক্ট থেকে নয় আপনি এই একটা মেশিন দিয়ে বিভিন্ন ভাবে আয় করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct