আপনজন ডেস্ক: ইসরাইলের কারাগারে মে মাসের শেষ পর্যন্ত হিসাব অনুযায়ী মোট চার হাজার ৬৫০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন। বুধবার ফিলিস্তিনি বন্দীদের সংগঠন প্যালেস্টেনিয়ান প্রিজনারস ক্লাব (পিপিসি) এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে পিপিসি জানায়, ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে মোট ৩৯ জন নারী এবং ১৮০ জন শিশু।
এর আগে গত মাসে জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে ইসরাইলি আদালতের আদেশ এবং গাজায় আগ্রাসনের জেরে পুরো ফিলিস্তিনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ দমনে ইসরাইলি নিরাপত্তা বাহিনী জেরুসালেমসহ অধিকৃত পশ্চিম তীর ও ইসরাইলে আরব শহরগুলোতে গ্রেফতারি অভিযান চালায়।
ইসরাইল প্রায়শই ফিলি্িস্তন ভূখণ্ডে প্রবেশ করে ফিলিস্তিনিদের নাগরিকদের উপর অত্যচার চালায়। সেখানে অবৈধ বসতি স্তাপন করতে দিয়ে যখন বিক্ষোভের সস্মুখীন তখন ঢালাওভাবে ফিলিস্তিন নাগরিকদের গ্রেফতার করে ইসরাইলি সেনারা।
এখনও বেম কিছু ভূখণ্ড রয়েছে যেকানে ইসরাইল অবরুদ্ধ করে রেখেছে। সেখানকার নাগরিকদের ফিলিস্তিনের অন্যত্র যেতে গেলে তাদের অনুমতি লাগে। অমান্য করলেই গ্রেফতার করে থাকে ইসরাইল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct