মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: মন্তেশ্বর হাসপাতাল কে ঢেলে সাজানো হবে বলে মন্তব্য করেন মান্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। উন্নত চিকিৎসার পরিষেবার জন্য মন্তেশ্বর হাসপাতালে তিনতলা ভবন তৈরি করা হবে বিধায়ক তহবিল থেকে। রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠকেই গতকাল সরকারি আধিকারিকদের এই বিষয়ে প্ল্যানিং এর নির্দেশ দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি হাসপাতালে ইসিজি ও এক্স রে মেসিন বসানোর নির্দেশ দেন তিনি। এদিন সকালে প্রথমে তিনি মেমারি ২ ব্লক হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক করেন পাহারহাটিতে। এরপর তিনি বিকালে মন্তেশ্বর বিডিও অফিসের সভাগৃহে আরও একটি বৈঠক করেন।
বিডিও অফিসের সভাগৃহে বৈঠকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় মন্ডল এবং পঞ্চায়েত সমিতি ও গ্ৰাম পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন এমন একটা গুরুত্বপূর্ণ হাসপাতালে কিছু প্রয়োজনীয় মেশিন নেই। তাই অতি দ্রুত ইসিজি ও এক্স রে মেসিন আনতে বলেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct