আপনজন ডেস্ক: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চ্যাপ্টার ক্লোজড। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তা উসকে দিয়ে কেন্দ্রীয় সরকার বিবাদ জিইয়ে রাখতে চলেছে। বলতে গেলে, কীভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যায় সেই কোশেশ চালিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতটাই অপমানিত বোধ করেছেন যে কীভাবে তার প্রত্যুত্তর দেওয়া যায় সেই কৌশল খোঁজার চেষ্টা চলছে বলে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে।
প্রাক্তন দুঁদে আমলারা বলছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিয়ে নেওয়ায় তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেওয়ার রাস্তা প্রায় বন্ধ। আর আলাপনবাবু তার জবাবি চিঠিতে কেন্দ্রকে পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির থাকার জন্য গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীই তাকে বৈঠকে থাকতে নিষেধ করায় তিনি চলে আসতে বাধ্য হন। এরপর কেন্দ্রের মুখে কথা নেই। যেহেতু মুখ্যসচিব মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করেন তাই তার নির্দেশ অমান্য করতে চাননি। সেক্ষেত্রে মমতার নির্দেশ অমান্য করে প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির থাকলে তাহা আরও খারাপ
বিষয় হত।
তবে, যেভাবে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের অবসর নেওয়ার পর তাকে রাজ্যের প্রধান উপদেষ্টার পদে বিসিয়েছেন সেটাই বোধহয় মানে লেগেছে কেন্দ্রের। ভবিষ্যতে যাতে কোনও উচ্চপদস্থ আমলা এই ধরনের পদে বসতে না পারেন তার জন্য এখনই পদক্ষেপ নিতে শুরু করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার এবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, অল ইন্ডিয়া সার্ভিসের গ্রুপ ‘এ’ পদমর্যাদার অবসরপ্রাপ্ত অফিসাররা যদি কোনও সরকারি কাজে যোগ দিতে চান তাহলে তাকে আগের দফতরগুলি থেকে ভিজিল্যান্স ছাড়পত্র নিতে হবে। নির্দেশিকা অনুযায়ী, ওই সরকারি আমলা যে সংস্থার হয়ে, বা যে যে সংস্থার হয়ে চাকরি করেছেন, তাদের ভিজিল্যান্স ছাড়পত্র মিললে তবেই তাঁকে পুনর্নিয়োগ করা যাবে। উল্লেখ্য, গত সোমবারই রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে পুনর্নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেটা কিছূতেই মেনে নিতে পারছে না কেন্দ্র। তার জেরেই জারি হল কেন্দ্রীয় কমিশনের পক্ষ থেকে এই নতুন নির্দেশিকা।
অন্যদিকে, আলাপন বন্দ্যোপাধ্যায় তার শোকজ চিঠির জবাব দেওয়ায় কেন্দ্রীয় সরকার তা খুঁটিয়ে দেখছে, কোনও গলদ আছে কিনা। সামান্য ফাঁকফোকর পেলে যে কোনও পদক্ষেপ নিতে কেন্দ্র দ্বিধা করবে না তাতে সন্দেহ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct