আপনজন ডেস্ক: এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল আফ্রিকার দেশ তানজানিয়ার সংসদ। টাইট জিন্স প্যান্ট পরার অপরাধে সংসদ সদস্য হয়েও রেয়াত পেলেন না তানজানিয়ার কনডেস্টার সিচওয়াল। টাইট জিন্স পরে আসায় এই মহিরা সাংসদকে সংসদ অধিবেশন থেকে সোজা বের করে দেন স্পিকার জব দুগাই।
‘বেরিয়ে যান, ভালো পোশাক পরে ফের আমাদের সাথে যোগ দেবেন’ বলে কনডেস্টারকে স্পিকার বের করে দেন বলে জানা গেছে।
এ ঘটনার পর দুগাই এক পুরুষ সংসদ সদস্যকে বলেন, ‘আমাদের কোনো কোনো বোনেরা উদ্ভট পোশাক পরেন.তারা আসলে সমাজকে কী বোঝাতে চায়?’ এই অপসংস্কৃতির বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তানজানিয়ার স্পিকার।
এ ব্যাপারে নারী সংসদ সদস্যদের টাইম জিন্স পরা নিষিদ্ধের ব্যাপারে সংসদীয় নিয়মের প্রসঙ্গ টেনে আরেক সংসদ সদস্য হুসাইন ওপর বলেন, সংসদ সমাজেরই প্রতিবিম্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct