মুন্সি দরুদ: কবি সাবিনা ইয়াসমিন নিঝুম পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা গ্রামে ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন । পিতা - বাবুল হোসেন ও মাতা রেখা বিবি । কবি স্থানীয় ঘোকসাডাঙ্গা প্রামাণিক হাইস্কুলে পড়াশুনা করেন এবং কোচবিহার কলেজ থেকে স্নাতক ও কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর হন । সপ্তম শ্রেণী থেকেই লেখালেখির প্রতি ঝোঁক আসে । নির্মাল্য নামে স্কুল ম্যাগাজিনে “পাস ফেল” ও “পৃথিবী ধ্বংস হবে নাকি” কবিতা প্রকাশে সাহিত্যে পথচলা শুরু । তারপর থেকে পড়াশুনার ফাঁকে ফাঁকে কবিতা, ছড়া, গল্প লিখেছেন । স্কুলে পড়াশুনায় ভালোই ছিলেন । মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটিতেই ফার্স্ট ক্লাস পেয়েছিলেন । খেলাধুলাতে স্কুলে বেশ সুনাম ছিলো তাঁর । প্রত্যেক বছর চ্যাম্পিওন হতেন স্কুল স্পোর্টসে । পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও লেখালেখিতে মনোযোগ ছিলো বলেই আবৃত্তি প্রতিযোগিতা ও জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়েছিলেন । কবি “ভালোলাগা” কবিতায় লিখেছেন -- “ভালো লাগে নীল আকাশে/চাঁদনী রাতের রঙ/ভালো লাগে মা জননীর/হাসিখুশি আর সঙ ।” শিশু শ্রমিক কবিতায় লিখেছেন -- “অবুঝ শিশু আজ যান্ত্রিক/ মানবতা আজ কোথায় ?/ স্কুলের গণ্ডি না পেরোতেই / দেখা যায় রাস্তায় হেথায় ।” শিশু কিশোররা বেশি পড়াশোনা না করেই জীবিকা নির্বাহ করছে তাই কবি নিঝুম তাঁর লিখনির মাধ্যমে সোচ্চার হয়েছেন । গ্রাযুয়েসন পাশ করার পর থেকে লিখছেন বিভিন্ন পত্রিকায় যেমন - কালির ছোয়া পত্রিকা, কালপুরুষ পত্রিকা, স্বপ্ন পত্রিকা, খোলা চিঠি, আত্মপ্রকাশ, হলদি বাড়ি, পয়গম, প্যারিস টাইমস, পলাাশ ইত্যাদি সাহিত্য পত্রিকায় । অনলাইন সাহিত্য পরিষদ থেকে সম্মানিত । বাংলাদেশ থেকে কে এম সম্পাদিত ‘আঁধার শেষে আলো’ যৌথ কাব্য গ্রন্থে কবি নিঝুমের কবিতা প্রকাশিত হয়েছে । নিউজ পিডিয়াতে কবিতা প্রকাশিত হয়েছে । অসমের পত্রিকা শব্দের ভেলা ও মুর্শিদাবাদের সবুজ বার্তা পত্রিকায় এবং বাংলাদেশের দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে । এছাড়া প্রতিভা ফাউন্ডেশনে ছোট গল্প ‘কুমারী পাত্রী, অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct