আপনজন ডেস্ক: ত্বক সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা।তবে সব পণ্যের মতো এই প্রসাধনীরও রয়েছে নির্দিষ্ট মেয়াদ। রোদের মধ্যে ঘরের বাইরে গেলে ত্বক বাঁচাতে সানস্ক্রিনের বিকল্প নেই। সান্সক্রিন শুধু ব্যবহার করলেই হবে না, তার কার্যকারিতা ঠিক আছে কিনা সে দিকেও খেয়াল রাখতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করা না হলেও সানস্ক্রিন কার্যকারিতা হারায়। এবং ত্বকে উল্টো রোদপোড়াভাব আনার পাশাপাশি অন্যান্য সমস্যাও সৃষ্টি করে। আমেরিকার ‘চিল্ড্রেন স্কিন কেয়ার সেন্টার’ প্রতিবেদনে জানায়, যদি সানস্ক্রিন স্বাভাবিক ঘনত্ব বা রং হারায় তাহলে তা ব্যবহার বাদ দেওয়া উচিত। এগুলো মেয়াদ উত্তীর্নের লক্ষণ। নিউ ইয়র্কের ত্বক বিশেষজ্ঞ ডা. শারি মার্চবেইন ‘অ্যালোয়া’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'সানস্ক্রিনও নষ্ট হতে পারে। এতে থাকা উপাদান গুনগত মান হারাতে পারে। নষ্ট হওয়া বা মেয়াদোত্তীর্ণ সানস্ক্রিন ব্যবহার করলে রোদে পোড়াভাব, সূর্যের আলোর ক্ষতি, পোড়া দাগ ও ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এছাড়াও নষ্ট সানস্ক্রিনে জীবাণু ও ব্যাক্টেরিয়া বাসা বেঁধে ত্বকে সংক্রমণ ঘটাতে পারে।' অতিরিক্ত উষ্ণতা বা আলোতে রাখলে সানস্ক্রিনের মেয়াদ শেষ হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। তাপের কারণে এতে থাকা উপাদান যা সূর্যরশ্মি থেকে সুরক্ষা দিত তা কার্যক্ষমতা হারায়। গরম জায়গায় সানব্লক রেখে দিলে তাতে মেয়াদ উত্তীর্ণের সব লক্ষণই দেখা দেবে। আর কার্যকয়ারিতা হারাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct