আপনজন ডেস্ক: শিশুর বয়স মাত্র এক বছর আট মাস। এ বয়সেই নির্মমতার শিকার হয়ে প্রাণ হারায় শিশুটি। তার অপরাধ ছিল কান্না করা। তাই তাকে গলা টিপে হত্যা করেন আপন পিসি।এখানেই ক্ষান্ত হননি, খিঁচুনিতে মৃত্যু হয়েছে বলে সাজান নাটক। শেষ রক্ষা হলো না। অবশেষে পাঁচ মাস পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ মাস পর নিহত হামজার পিসি স্বপ্না আক্তারকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের ভাইয়ের ছেলেকে হত্যার কথা স্বীকার করায় স্বপ্নাকে কুমিল্লা ৪ নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের কাছেও নিজের দোষ স্বীকার করেন তিনি। পুলিশ জানায়, শিশু হামজার বাবা হোটেলে চাকরি করেন আর মা সালমা আক্তার কুমিল্লা মহানগর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাই সন্তানকে শ্বশুর-শাশুড়ি ও ননদের কাছে দেখভালের জন্য রেখে যান। ঘটনার দিন সন্ধ্যায় রান্না করার সময় মায়ের অনুপস্থিতিতে কান্নাকাটি করে হামজা। এতে ক্ষিপ্ত হয়ে ফুফু স্বপ্না রান্নার কাজে ব্যবহৃত গরম খুন্তি দিয়ে আঘাত করলে শিশুটি অচেতন হয়ে পড়ে। এরপর শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন তিনি। পরে খিঁচুনি রোগ দেখা দিয়েছে বলে স্থানীয়দের মধ্যে প্রচার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct