আপনজন ডেস্ক: প্রতিকুল পরিস্থিতির মধ্যে একুশের বিধানসভা ভোটে মোদী বাহিনীকে পর্যদুস্ত করে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর থেকেই জাতীয় রাজনীতির মুখ হিসেবে উঠে আসছে তৃণমূলনেত্রীর মমতার নাম। নেটিজেনদের বিশ্বাস, সামনের লোকসভা নির্বাচনে মোদী-শাহদের হারাতে পারবেন মমতাই। আপাতত এমন বার্তা দিতে শুরু করে দিয়েছেন জাতীয় স্তরের বিভিন্ন বিরোধী দলের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ই কি আগামীদিনের দেশের প্রধানমন্ত্রী? এই জল্পনা বাড়িয়ে দিনভর টুইটারে ট্রেন্ড হল বেঙ্গলপ্রাইমমিনিস্টার।'বাঙালি প্রধানমন্ত্রী মমতা' এই হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন তৃণমূলের জয়ী বিধায়ক মনোজ তিওয়ারি। তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গ আজ যা ভাবে, ভারত কাল তা ভাবে। সোনার মডেল পুরোপুরি ব্যর্থ। ওদের জন্য দেশ ভুগছে। দিদি উন্নয়নের মডেলে আমাদের এগিয়ে নিয়ে চলেছেন। এইভাবে আগামী দিনগুলো আমরা চাই।' মোদী না মমতা? কে প্রধানমন্ত্রী হবেন? এ নিয়ে ভোটাভুটি হয়। একজন লিখেছেন, 'ভারত বাংলার মেয়েকে চায়'। আর একজন লিখেছেন, '২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে একমাত্র মমতাই যোগ্য'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct