সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও পাত্রসায়র থানার আয়োজনে পাত্রসায়রের গীতাঞ্জলি হলে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। বুধবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন সোনামুখী সিআই গৌতম তালুকদার। এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষ রোগীকে মৃত্যুবরণ করতে হয় হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় রোগী ও তার আত্মীয়দের। পাশাপাশি জেলাতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল।
এদিনের রক্তদান শিবিরে পুলিশ কর্মী ও সাধারণ মানুষরা অংশ গ্রহন করেন। মোট ১২৫ জন রক্ত দান করেন। এদিনের রক্তদান শিবিরে বিশেষ আকর্ষন ছিল ইন্দাস থানার ওসি আব্দুস সামাদ আনসারী নিজে রক্তদান করেন। পুলিশ কর্মীদের হাতে ফুলের তোড়া দিয়ে তাদের শুভেচ্ছা জানান ও উজ্জীবিত করেন পাত্রসায়র থানার ওসি বিদ্যুৎ কুমার পাল। তিনি নিজে সমগ্র অনুষ্ঠানটিকে সুন্দর ভাবে পরিচালনা করি। এর রক্তদান শিবিরের ফলে জেলায় অনেকটাই রক্ত সংকট মিটবে বলেই মনে করছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সোনামুখী গৌতম তালুকদার পাত্রসায়ের থানার বিদ্যুৎ কুমার পাল , ইন্দাস থানার ওসি আব্দুস সামাদ আনসারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct