আপনজন ডেস্ক: হরমুজ প্রণালির কাছে আগুন লেগে ডুবে গেল ইরানের নৌবাহিনীর সবথেকে বড় জাহাজ খারগ। বুধবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির অন্যতম প্রধান একটি তেল টার্মিনাল হিসেবে ব্যবহার হওয়া একটি দ্বীপের কাছে বুধবার ভোরে খার্গ নামক জাহাজটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রায় ২০ ঘন্টার উদ্ধার অভিযানের পরও জাহাজটি রক্ষা করা যায়নি বলেও জানায় সেনাবাহিনী।
খার্গ নামক এটি একটি ‘প্রশিক্ষণ জাহাজ’ এবং ঘটনার সময় জাহাজটিতে ৪০০ ক্রু এবং ট্রেইনি ছিল। তবে জাহাজের সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়েছে।
রাতে ধারণ করা একটি ছবিতে দেখা যায়, আগুন লাগার পর জাহাজের ক্রুরা লাইফ জ্যাকেট পরে জাহাজটি ত্যাগ করছিল। দিনে গ্রহণ করা একটি ছবিতে দেখা যায়, জাহাজটিতে তখনও আগুন জ্বলছিল এবং কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছিল।
১৯৭৯ সালের ইরানের বিপ্লবের পূর্বে জাহাজটি ব্রিটেনে তৈরি হয়। পরে ১৯৮৪ সালে এটি ইরানের নৌবাহিনীতে যোগ দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct