জৈদুল সেখ, কান্দি: মুর্শিদাবাদ জেলায় যাতে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনের অভাব না হয় তার জন্য বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী কিছুদিন আগে জেলাশাসক শরদকুমার দ্বিবেদীকে চিঠি লিখে নিজের লোকসভা কেন্দ্র তথা গোটা জেলায় অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলার জন্য তড়িঘড়ি সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা ছাড়বার অনুরোধ ছিলেন। এ ব্যাপারে যেভাবে করোনা মহামারীর আকার নিয়েছে তাতে একমাত্র অক্সিজেন প্ল্যাটই ভরসা। কারণ এই অক্সিজেনের আকালে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে। তার কিছুদিন পর অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করে বলেছিলেন তার তহবিল থেকে অক্সিজেন প্লান্ট তৈরি করছে বহরমপুরে, পাশাপাশি কান্দি মহকুমা হাসপাতালে জন্য তার তহবিল থেকে অক্সিজেন প্লান্ট করা হবে এবং অ্যাম্বুলেন্স দেওয়া হবে বলে জানিয়েছিলেন। অধীরের সেই সাংবাদিক বৈঠক এর পরিপ্রেক্ষিতে বুধবার কান্দির বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপূর্ব সরকার কান্দি পৌরসভা ভবন একটি সাংবাদিক বৈঠক করে জানালেন অধীর রঞ্জন চৌধুরী অক্সিজেন প্লান্ট নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বিভ্রান্ত ছড়াচ্ছে দাবি করেন। অপূর্ব সরকার বলেন মুর্শিদাবাদ জেলার সাতটি জায়গায় অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে ডিআরডিও-র মাধ্যমে সরকারিভাবে এতে অধীর বাবুর কোনো ভূমিকা নেই। তাছাড়া একটি অক্সিজেন প্লান্ট তৈরি করতে যত টাকা প্রয়োজন হয় সেই টাকা সাংসদ তহবিলে নেই! অধীর বাবু ফালতু কথা বলে তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন এ সমস্ত ভুলভাল কথা বলে। উল্লেখ্য মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানিয়েছিলেন,
করোনা রোগীদের চিকিৎসার জন্য মুর্শিদাবাদে এক হাজার বিশিষ্ট শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতালের অক্সিজেন প্লান্ট অধীর রঞ্জন চৌধুরীর চিঠি পেয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে ডিআরডিও-কে কে অক্সিজেন প্ল্যান্ট তৈরীর অনুমতি দেওয়া হয়। সেই অক্সিজেন প্ল্যান্ট মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছায় এবং দ্রুত গতিতে প্ল্যান্ট বসানোর কাজ শুরু হয়। কিছু দিনের মধ্যে হাসপাতাল তৈরির কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি এমপি ল্যাডের টাকা দিয়ে যে অক্সিজেন প্ল্যান্ট তৈরী হওয়ার কথা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সেই অক্সিজেন প্ল্যান্টটিকে যাতে কান্দী হাসপাতালে স্থানান্তরিত করে সেখানে স্থাপন করা হয় তার জন্য অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। গত কাল থেকেই এই খবর প্রকাশিত হতেই। আজকে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর অক্সিজেন প্লান্টের বিভ্রান্ত কর মিথ্যা বলে জানালেন কান্দীর পৌর প্রশাসক তথা সাংসদ অপূর্ব সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct