আপনজন ডেস্ক: ইহুদিদের সংগঠন জিউয়িশ এজেন্সির চেয়ারম্যান আইজ্যাক হারজগ হচ্ছেন ইসরাইলের ১১তম প্রেসিডেন্ট। ইসরাইলের আইনসভা নেসেটে এক গোপন ভোটাভুটিতে ৮৭ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দী ছিলেন ইসরাইলের পুরস্কারজয়ী শিক্ষাবিদ মিরিয়াম পেরেজ। তিনি পেয়েছেন ২৭ ভোট। তিনি জয়ী হতে পারলে তিনি হতেন ইসরাইলের ইতিহাসের প্রথম মহিলা প্রেসিডেন্ট।
আগামী ৯ জুলাই আইজাক হারজগ ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর আইজাক হারজগ বলেন,‘আমি হবো সকলের প্রেসিডেন্ট।’
নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হারজগের বাবাও ছিলেন ইসরাইলের প্রেসিডেন্ট। চেইম হারজগ ছিলেন ইসরাইলের ৬ষ্ঠ প্রেসিডেন্ট। গত মঙ্গলবার হারজগ পবিত্রতম স্থান ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করতে গিয়েছিলেন।
সেখানে তিনি নিজের জয়ের জন্য প্রার্থনা করেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন। স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় নেসেটের স্পিকার ইয়ারিভ লেভিন ভোট চালুর ঘোষণা দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct