এক কাশ্মীরি যুবককে মানব ঢাল করে জিপের সামনে দড়ি দিয়ে বেঁধে ঘুরিয়েছিলেন সেনা অফিসার। তা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। প্রশ্ন উঠেছিল মানবিকতা নিয়ে। এবার প্রায় একই প্রশ্নের মুখে পড়ল পাঞ্জাব পুলিশ। একটি কেসে শ্বশুর মশাইকে না পেয়ে বৌমাকে জিপের মাথায় বেঁধে পুলিশ ঘোরাল গোটা গ্রাম। অবশেষে এই অমানবিকতা নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বিশেষ তদন্ত দল সিট গঠনের নির্দেশ দিল।
এক আবেদনের ভিত্তিতে বিচারপতি দয়া চৌধুরীর একক বেঞ্চ পাঞ্জাব পুলিশের ডিজিপিকে অবিলম্বে সিট গঠনের এই নির্দেশ দিয়েছে।
জানা গেছে, গত বুধবার অমৃতসর থেকে ২০ কিমি দূরে শাহজাদা গ্রামে পুলিশ বলবন্ত সিংহ কে খুঁজতে যায়। তাকে না পেয়ে বৌমা যাশবিন্দর কাউরকে ধরে নিয়ে পুলিশের জিপে করে ঘোরানো হয়।
গ্রামের সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য সামনে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর পর বলবন্ত সিংহের আইনজীবী আদালতে আর্জি জানালে হাইকোর্ট সিট গঠনের নির্দেশ দেয়। পরবর্তী শুনানি ২ নভেম্বর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct