ওয়ারিস লস্কর, মৌসুনী দ্বীপ: রাজ্য জুড়ে ইয়াস ঝড়ের ক্ষয়ক্ষতি ব্যাপক আর সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যত হলেন মগরাহাটের জমিয়ত উলামায়ে হিন্দের কর্মীবৃন্দরা। যদিও তা নিয়ে এলাকার মানুষের সন্তুষ্ট এবং খুশি, কারণ সরকারি সাহায্য থেকে তারা বঞ্চিত হচ্ছে এমনকি অভিযোগ। একের পর এক মানুষ এভাবে বিভিন্ন দিক দিয়ে সাহায্যের হাত বাড়াচ্ছে অথচ এলাকার মানুষের দাবি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বিধানসভায় এই নাকাল অবস্থা কেন। ২৫ হাজারের কাছাকাছি মানুষের বাস এই মৌসুনী দ্বীপে। আর ঝড় থেমে যাওয়ার পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও এখনো কেন সরকারি সাহায্য থেকে অধিকাংশ মানুষ বঞ্চিত হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন উঠছে বারে বার। এমনকি এলাকার মেম্বার, প্রধান এখনো পর্যন্ত বাড়িতে এসে বিষয়টি খতিয়ে দেখছে না কেন।
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী তন্দ্র জানার সঙ্গে দেখা হলে তিনি জানান, স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, নেই কোন ডাক্তার, নেই ভাল চিকিৎসা পরিষেবা, এমনকি প্রেগনেন্সি মহিলাদের জন্য এখান থেকে দূর দূরান্তে নৌকায় পাড়ি দিতে হয় তাদের জীবনের ঝুকি নিয়ে। আর এইসব বিভিন্ন ঘটনা নজরে আসায় জমিয়ত উলামায়ে হিন্দের মগরাহাট ব্লক সভাপতি মাওলানা আব্দুল খাবির সাহেবের। তার নির্দেশে ঘূর্ণিঝড়ের মৌসুনী দ্বীপের ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যান মগরাহাট ব্লক জামায়াতকর্মী তথা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য জেনারেল সেক্রেটারি হাফেজ মুজাহিদুল ইসলাম। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দরা ডাক্তার জাকির হোসেন লস্কর আজহার উদ্দিন আব্দুল হাকিম মনতাজুল এবং আরও ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct