আপনজন ডেস্ক: বিশিষ্ট কার্টুনিস্ট এম আলি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সমসাময়িক বিষয়ের উপর নানা কার্টুন প্রকাশ করে থাকেন। নদিয়ার ভূমিপুত্র এম আলি বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মূসত্রে থাকলেও তার কার্টুনের বিষয় হয়ে ওঠে ভারতীয় রাজনীতি সহ বিভিন্ন বিষয়। দেশের বরেণ্য রাজনীতিকদের নিয়ে আঁকা তাঁর কার্টুন বহুবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার তার কার্টুনের বিষয়বস্তু পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন।
বিশেষ করে কলাইকুণ্ডার বৈঠকে হাজির না হওয়ার কারণে আলাপনকে দিল্লিতে বদলি করে সবক শেখাতে চেয়েছিল কেন্দ্র। প্রধানমন্ত্রী ‘চেয়েছিলেন’ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য নয়, এবার কেন্দ্রে আনুগত্য করতে হবে আলাপনকে। কিন্তু আলাপন চাকরি থেকে অবসর নেওয়ায় তাকে কেন্দ্রে নিয়ে যাওয়া অধরাই থেকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই ঘটনাকে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করে কার্টুন এঁকেছেন এম আলি। সেই কার্টুন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct