নাজমা আহমেদ: সুন্দর চুল কে না চায়। আর তার জন্য চাই একটু যত্ন। এই মহামারীর সময় অনেকেই পার্লার এড়িয়ে চলছেন। সেইজন্য হাতের কাছে পাওয়া কয়েকটি উপাদান দিয়ে সহজে তৈরি করে নিয়ে হেয়ার স্পাও করে নেওয়া সম্ভব। আজকে এই নিয়ে আলোচনা করব।
কি কি উপকরন লাগে বাড়িতে হেয়ার স্পা করতে?
১. কন্ডিশনার(আপনার ব্যবহার্য)
২. সিরাম(আপনার ব্যবহার্য)
৩. র এ্যালোভেরা(এ্যালোভেরা জেল)
৪. পিওর কোকোনাট ওয়েল
৫. টক দই
৬. মধু
কিভাবে করবেন হেয়ার স্পা?
সমস্ত উপকরন একসাথে(সমপরিমান বা অসমপরিমান হলেও চলবে) মাখিয়ে নিতে হবে, শুধু খেয়াল রাখতে হবে আপনার চুলের ঘনত্ব কেমন, সেই মতো পেস্ট বানিয়ে নিলেই হবে। সব উপকরনগুলি ভালো করে মাখিয়ে দশ/পনের মিনিট ঘরের তাপমাত্রায় রাখতে হবে। সেই ফাঁকে আপনার পরিস্কার স্কাল্প-এ হট ওয়েল ম্যাসাজ করে নিতে হবে।(হট ওয়েল বলতে নারকেল তেল, বাদাম তেল, ঘি একসাথে হাল্কা গরম করে নেওয়া।)
এরপর পুরো চুলে এই পেস্টটি ভালো করে লাগিয়ে নিতে হবে।
এখন হেয়ার স্টীম:
হেয়ার স্টীম ছাড়া হেয়ার স্পা অসম্পূর্ন। বাড়িতে যাদের হেয়ার স্টীম নেই তারা একটা টাওয়েল গরম জলে ভালো করে ভিজিয়ে নিয়ে মাথায় ঢেকে দিন পাঁচ/দশ মিনিটের জন্য। সবশেষে সাধারন তাপমাত্রার জলে আপনার পছন্দ মতো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct