আপনজন ডেস্ক: সৌন্দর্য সচেতন নারী বা পুরুষ গরমে ত্বকের যত্ন কিভাবে নেবেন তা নিয়ে চিন্তায় থাকেন। কারন গরমে আমাদের ত্বকের প্রতি একটু বেশি যত্নশীল হতে হয়। কারণ গরমে ত্বকের র্যাশ, ব্রণ, রোদে ত্বক পুড়ে যাওয়া ইত্যাদি আরও নানা সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ত্বকের যত্নে সবচেয়ে নিখুঁত স্কিন কেয়ার উপাদান হচ্ছে অ্যালোভেরা।
অ্যালোভেরায় রয়েছে শীতল ও নরম বৈশিষ্ট্য। যা রোদে পোড়া ত্বক, ব্রণ বা চুলকানি দূর করে। এছাড়া ওই অ্যালোভেরা ত্বকের শুষ্কতা রোধ করে ত্বককে হাইড্রেট রাখে। চলুন তবে জেনে নেয়া যাক গরমে সৌন্দর্য ধরে রাখতে অ্যালোভেরা কিভাবে সহায়তা করে...
সৌন্দর্য বৃদ্ধি করেঃ অ্যালোভেরার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করতে সহায়তা করে। ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
ট্যান দূর করেঃ গরমকালে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হল ট্যান এবং বার্ন। সূর্যের তাপে ত্বকের লালচে ভাব এবং চুলকানি সংবেদন সৃষ্টি করে। আরে সমস্যা দূর করতে অ্যালোভেরা দুর্দান্ত কাজ করে। এছাড়াও অ্যালোভেরা নিরাময় বৈশিষ্ট্যর জন্য পরিচিত।
আর্দ্রতা ধরে রাখেঃ অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি ত্বকের পুষ্টি সরবরাহ করে। যাদের লোমযুক্ত ত্বক, অ্যালোভেরা তাদের লোম দূর করার সর্বোত্তম প্রাকৃতিক প্রতিকার।
ব্রণ দূর করেঃ অ্যালোভেরার রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা ব্রণ প্রতিরোধ এবং ব্রণের কারণে সৃষ্ট দাগ দূর করে এটি ব্রণ প্রতিরোধে সহায়তা করে এবং ত্বক থেকে অতিরিক্ত তেল সরিয়ে ময়েশ্চারাইজড ত্বক দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct