সজিবুল ইসলাম, ডোমকল:বাম সংগঠনের রেড ভলেন্টিয়ার্সের পর এবার রেড ক্যান্টিন চালু হল মুর্শিদাবাদ জেলার ডোমকলে। ডোমকল সিপিআই (এম) এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা এদিন ফিতে কেটে উদ্বোধন করেন ডোমকল রেড ক্যান্টিনের। এই রেড ক্যান্টিনে রেড ভলেন্টিয়ার্সের মাধ্যমে প্রতিদিন প্রায় ৭০ থেকে ১০০ জনকে খাবার দেওয়া হবে। খাবারের মেনুতে থাকবে ভাত, সবজি, ডাল ও ডিম বলে জানান সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি আরো বলেন, আমরা রাজ্যে ক্ষমতায় নেই কিন্তু বাম সংগঠন সব সময় মানুষের পাশে থাকে। অতীতেও যেসব মহামারী এসেছে তখন বাম নেতৃত্ব বিভিন্ন ভাবে অসহায় দের পাশে দাঁড়িয়েছে।
এর ডোমকল এরিয়া কমিটির বাম সংগঠন প্রথম লক ডাউন থেকে করোনা রুগী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কখন অক্সিজেন নিয়ে করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছিয়ে যাচ্ছেন ,আবার স্যানিটাইজার করছেন। এবার এই রেড ক্যান্টিনে রেড ভলেন্টিয়ার্সের মাধ্যমে অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে রান্না করা খাবার পৌঁছিয়ে দিয়ার উদ্দেশ্য কাজ শুরু করলো।এটা প্রাথমিক ভাবে আগামী লক ডাউন পর্যন্ত চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct