সজিবুল ইসলাম, জলঙ্গি: গতবছর লকডাউন থেকে ডোমকলের অনেক থ্যালাসেমিয়া রোগী, রক্তের অভাবে ভুগতে থাকে তাদের পাশে এসে দাঁড়াই ডোমকলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।একটি সংস্থার কর্ণধার শ্রীপতিপুরের পিন্টু মণ্ডল ইতিমধ্যেই সংবাদ পত্রের শিরোনামে তার নাম লিখিয়েছেন। এ পর্যন্ত ৯০ বার রক্ত দান করেন। সোমবার ডোমকল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই জানতে পারে শ্রীপতিপুরের ১৮ বছর বয়সের সাহামিনা খাতুন থ্যালাসেমিয়া রোগী তার রক্তের বিশেষ প্রয়োজন।
কিন্তু এই পরিস্থিতিতে রক্তের খুব অভাব, এমনই মেসেজ দেখে তাকে রক্ত দিয়ে তার জীবন বাঁচাতে এগিয়ে আসে ডোমকলের সেই বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী খন্দকার ওমর ফারুক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct