আপনজন ডেস্ক: গত কয়েক বছর ধরেই ‘সন্তান’ নীতি পরিবর্তনের কথা ভাবনাচিন্তা করছিল চিনের কমিউনিস্ট পার্টি। অবশেষে সোমবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো বৈঠকের পর ‘অচলায়তন’ ভাঙার সিদ্ধান্তে সিলমোহর দেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট শি জিনপিংও। এদিনের বৈঠকে দেশে বাড়তে থাকা বার্ধক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি এই সমস্যা মোকাবিলায় আরও একাধিক নীতি বদলেরও ইঙ্গিত মিলেছে।
বৃদ্ধ-বৃদ্ধায় ভরে যাচ্ছে চিন। সুদূর ভবিষ্যতে যার নেতিবাচক প্রভাব পড়বে দেশটির অর্থনীতিতে। এই কথা মাথায় রেখে এবার নতুন সন্তান নীতি আনছে চিনা কমিউনিস্ট পার্টি। নতুন নীতি অনুযায়ী, চিনা দম্পতিরা সর্বাধিক তিন সন্তানের জন্ম দিতে পারবেন। সরকার দ্রুত এই সংক্রান্ত আইন আনবে বলেও জানানো হয়েছে।
২০১৬ সালে চিন দীর্ঘদিনের এক সন্তান নীতির অবসান ঘটায়। ওই সময়ে দম্পত্তিদের দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হলেও দেশটির জন্মহারে বাড়াতে তা কোনও ভূমিকা রাখেনি। লালনের খরচ বেড়ে যাওয়ায় বহু দম্পত্তি সন্তান নেওয়া থেকে বিরত থাকছেন। তবে জন্মহার বাড়াতে এবারে উদ্যোগ নিয়েছে চিন সরকার।
এদিন চিনের শাসকদল কমিউনিস্ট পার্টি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘দেশের সন্তাননীতি পরিবর্তন করা হবে। দম্পতিরা তিন সন্তানের জন্ম দিতে পারেন। এ সংক্রান্ত আইন আনা হচ্ছে। সঙ্গে আরও কিছু আইনের পরিবর্তন করা হবে। এই নীতিগুলি দেশের জনবিন্যাসের উন্নতি করবে।’ শুধু জন্মনীতি নয় অবসরের বয়স আরও বাড়িয়ে দেয়া, শিক্ষার মাধ্যমে বিবাহ প্রভৃতিতেও নীতি পাল্টাচ্ছে। পরিবার সংক্রান্ত গুরুত্ব প্রচার করা, শিশুদের দেখভাল, মাতৃত্বকালীন ছুটি ও সুযোগসুবিধা বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে চিনে বিতর্কিত এক সন্তান নীতি চালু করা হয়। এর লক্ষ্য ছিল জন্মহার কমানো এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমানো। দীর্ঘদিন ধরে কার্যত জোর করে এই নীতি মানতে বাধ্য করা হত। জোর করে গর্ভপাত-সহ একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হত। অবশেষে ২০১৬ সালে এক সন্তান নীতি বাতিল করা হয়। বদলে দুই সন্তানের জন্মে ছাড় দেয়া হয়। কিন্তু গত কয়েক বছর ধরে সেই নীতিও পরিবর্তনের জন্য চাপ তৈরি হচ্ছিল। বিশেষ করে যেভাবে চিনের জনসংখ্যায় তরুণদের তুলনায় প্রবীনদের সংখ্যা বাড়ছে তা নিয়ে বাড়ছিল চিন্তা। তাই এবার দুই নয়, তিন সন্তানের জন্মের বিষয় ছাড়পত্র দিল সে দেশের শাসকদল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct