নাজিম আক্তার, চাঁচল: দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে তুলসিহাটা ভবানীপুর ব্রিজ থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত ৮১ নম্বর জাতীয় সড়ক। নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। সোমবার দুপুরে এই বেহাল জাতীয় সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি বালি বোঝাই লরি। তবে চালকের তৎপরতায় গাড়িতে থাকা শ্রমিকসহ কেউ আহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এদিন তুলসিহাটা থেকে ৮১ নম্বর জাতীয় সড়ক ধরে একটি বালি বোঝাই ট্রাক হরিশ্চন্দ্রপুর দিকে আসছিল। পিপলা বাস স্ট্যান্ডের কাছে এসে রাস্তায় থাকা একটি কালভার্টের সামনে রাস্তার মাঝে গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। চালক ও খালাসী ট্রাকটি খাদে পড়ার আগেই গাড়ি থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দাদের দাবি হরিশ্চন্দ্রপুর থেকে তুলসিহাটা ৮১ নম্বর জাতীয় সড়ক এর ১০ কিলোমিটার দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। প্রশাসন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হয়নি। দুর্ঘটনা ঘটছে। এরমধ্যে প্রাণহানি হয়েছে বেশ কয়েকবার।
কিন্তু এখনো কারো হুঁশ ফেরেনি। তুলসিহাটা মস্তানমোর এলাকার বাসিন্দা শেখ তাজিবুল জানালেন দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ। পিচের চাদর উড়ে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে রাস্তার মাঝে মাঝে। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে। বেশ কয়েকজন পথচারীর প্রাণ গিয়েছে। আজও রাস্তার মাঝে গর্তে পড়ে এই পাট বোঝাই ট্রাকটি উল্টে যায়। আমরা এর আগে প্রশাসনকে বহুবার আবেদন-নিবেদন করেছি যাতে রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হয়। কিন্তু কারো কোন ভ্রুক্ষেপ নেই। আমরা চাই অবিলম্বে রাস্তাটি মেরামত হোক। এ প্রসঙ্গে মালদা ন্যাশনাল হাইওয়ের ডিভিশনের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিমির বরণ সাহা জানালেন চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত ৮১ নম্বর জাতীয় সড়কের সংস্কার শুরু হয়ে গিয়েছে। অবিলম্বে ওই অংশের সংস্কার হয়ে যাবে। করোনা, লকডাউন এর জন্য কিছুদিন কাজ বন্ধ ছিল। নতুন করে কাজ শুরু হয়েছে। আশা করছি শীঘ্রই সমস্যা মিটে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct