চিত্ত-রঞ্জন
_______
আপনজন ডেস্ক: এবার ৫জি পরিষেবা চালুর বিরোধে এগিয়ে এলেন অভিনেত্রী জুহি চাওয়ালা। পরিবেশ নিয়ে বরাবরই বেশ সচেতন জুহি। কাজ করেন বিভিন্ন NGO-র সঙ্গেও। সম্প্রতি ৫জি-র বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন অভিনেত্রী। সেবিষয়ে সংবাদমাধ্যমকে জুহি জানিয়েছেন, ‘আমরা দেশের প্রযুক্তগত উন্নতির বিপক্ষে নই। আমরা প্রায় সকলেই বাজারে নতুন আসা ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। কিন্তু আরএফ রেডিয়েশন নিয়ে আমাদের সকলের মধ্যেই একটা দ্বিধা কাজ করে। বেশ কিছু সমীক্ষা ও পরীক্ষানীরিক্ষার মাধ্যমে এর মধ্যেই আমরা জানতে পেরেছি মানুষ ও পশু-পাখিদের শরীরের জন্য এটা কতটা ক্ষতিকর।’
৫ জি পরিষেবা চালুর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন জুহি চাওলা। সোমবার বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চ মামলাটি অন্য একটি বেঞ্চে স্থানান্তর করেছে। ২ জুন মামলার পরবর্তী শুনানি হবে।
যদিও টেলিকম মন্ত্রকের তরফে এর মধ্যেই বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, সেয়েন্স ও ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (SERB) করা কোনও পরীক্ষাতেই ২জি, ৩জি, ৪জি, ৫জি নেটওয়ার্কের মানুষ ও জীবজন্তুর শরীরে কোনও ক্ষতিকারক প্রভাব ফেলার বিষয়টি সামনে আসেনি। সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল এস পি কোচার জানিয়েছেন, বিশ্বের বহু দেশ ৫ জি নেটওয়ার্কের সুবিধা পাচ্ছে। এই পরিষেবা কোনওরকম সমস্যা ছাড়াই সংশ্লিষ্ট দেশের সাধারণ মানুষ ব্যবহার করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct