নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরী: সোমবার সমগ্র যুক্তরাষ্ট্রের মতো নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতেও পালিত হল ‘মেমোরিয়াল ডে’। আমেরিকার হয়ে যুদ্ধ করে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ‘মেমোরিয়াল ডে’তে। মে মাসের শেষ সোমবার এই দিনটি পালন করা হয়। এইদিনে শহীদ সেনাদের স্মরণ করে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ করা হয়। এমনকি এই দিনের মাধ্যমেই গ্রীষ্মের আনুষ্ঠানিক সূচনা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। এইদিনটি ছিল জাতীয় ছুটি। সমুদ্র সৈকত ভ্রমণ, বারবিকিউ পার্টি, কনসার্ট সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমেরিকানরা দিনটি উদযাপন করেন। অনেক মানুষ স্মৃতিসৌধ ও কবরস্থান পরিদর্শন করেন। সেখানে মার্কিন পতাকা রাখেন।
আটলান্টিক সিটির প্রান ভোমরা ক্যাসিনোগুলো ‘মেমোরিয়াল ডে’ উপলক্ষে বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছিল। আটলান্টিক মহাসাগরের সৈকত ছিল সমুদ্র বিলাসী লোকজনের ভিড়ে পরিপূর্ণ। ঐতিহাসিক বোর্ডওয়াকে ছিল কাদা থিক থিক ভিড়।করোনা সংক্রমনের হার ধীরে ধীরে কমে আসাতে এবং টিকা কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়ে যাওয়াতে করোনা ভীতি উপেক্ষা করে আমেরিকানরা বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ছিল, প্রবাসী বাঙালিরাও পরিবার পরিজন নিয়ে এই উদযাপনে শরীক হয়েছিল।
দহন জ্বালা থেকে মুক্তির আনন্দের ঝিলিক ছিল তাদের সবার চোখে মুখে।
উল্লেখ্য, আমেরিকার হয়ে যারা যুদ্ধ করেছে, তাদের এই দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক ভাবা হয়। এমনকি তাদের পরিবারের সদস্যরাও চাকরি-পড়াশোনা, সরকারি যে কোন বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct