জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: গতবছর করোনার প্রথম ঢেউ-এ কাজ হারিয়ে ভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরে ছিলেন বাংলার কয়েক লক্ষ শ্রমিক। যার মধ্যে সরকারিভাবে শুধুমাত্র পুরুলিয়া জেলাতে শ্রমিকের সংখ্যাটা ছিল প্রায় ৫০ হাজারেরও বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসা শ্রমিকদের এরাজ্যে কর্মসংস্থানের জন্য উদ্যোগী হন। তাই ফিরে আসা শ্রমিকদের জন্য পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা বিশ্বকর্মা পোর্টাল। আর এরই মধ্য দিয়ে জেলার বহু প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। কিন্তু বাস্তবে এখনো জেলায় বহু শ্রমিকের কোন কর্মসংস্থান না হওয়ায় এই করোনা পরিস্থিতিতে সংসারে আর্থিক টান পড়েছে অনেকের। তাই পেটের দায়ে অন্য রাজ্যে পাড়ি দিতে শুরু করেছেন তারা। কয়েকজন শ্রমিক জানান পেটের খিদে মেটানোর জন্য মাত্র কাজ নেই আপাতত তাদের হাতে তাই অন্যত্রে কাজে যেতে বাধ্য হচ্ছেন তারা।
এবিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাত বলেন, তৃণমূল কংগ্রেস ভোটে জেতার জন্য ভাওতাবাজি দিয়েছিলো, এদের ভোট নেওয়া হয়ে গেছে কাজও শেষ হয়ে গেছে। তাই এজেলায় কাজ না পেয়ে শ্রমিকেরা ভিন্ন রাজ্যে কাজের উদ্দেশে যাচ্ছেন। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নবেন্দু মহালি জানান, যারা বাইরে কাজ করতে গিয়েছিলেন তাদের প্রত্যেকেরই নাম নথিভুক্ত করা হয়েছে বিভিন্ন গ্রামে গ্রামে সার্ভে করে এবং মাটির সৃষ্টি প্রকল্পে কাজের ব্যবস্থা করা হয়েছে তাতে অনেকে শ্রমিক কাজও পেয়েছেন। তবে কিছু কিছু লোকজন আছে যারা চায়না এসমস্ত প্রকল্পের কাজ করতে, তারাই মূলত স্বাধীনভাবে কাজ করার জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। তিনি আরও জানান আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গ্রামবাংলার ছেলেরা কেন বাইরে যাচ্ছেন সে বিষয়টি দেখার জন্য। তাছাড়া অবিলম্বে মাটির সৃষ্টি প্রকল্প বা বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প বা বিবেকানন্দ প্রকল্পের মধ্যে তাদেরকে যেন কাজ দেওয়া হয় বলে তিনি প্রশাসনকে দেখার জন্য বলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct