সজিবুল ইসলাম, ডোমকল: গত শুক্রবার মহকুমা শাসকের অফিসে এসে ডোমকল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকি। তিনি মহকুমার শাসককে উদ্দেশ্য করে আক্রমণ করার পাশাপাশি অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তাকে হেনস্তা করেন বলে অভিযোগ করেন এসডিও রাজিব মন্ডল। সেই ঘটনা নিয়েই তৃণমূলের জেলা নেতৃত্ব মহকুমা শাসকের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন জেলা ও স্থানীয় নেতৃত্ব।
তৃণমূলের একটি প্রতিনিধি দল এসডিও কাছে আসেন। দলে ছিলেন জেলা সহ-সভাপতি অশোক দাস, ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি, টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল।
এদিন ডোমকল বিধান সভার বিধায়ক জাফিকুল ইসলাম বলেন যে সত্যি জঘন্যতম ঘটনা ঘটিয়েছেন আমাদের প্রদীপ চাকি, তার জন্য আমরা সকলে এসডিও কাছে ক্ষমা পার্থী।
অন্য দিকে জেল সহ সভাপতি অশোক দাস বলেন যে আজ দলের সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসডিও সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য প্রদীপ চাকিকে দল ও পৌরসভার সমস্ত দায়িত্ব থেকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হলো। তার এই ব্যবহারের জন্য দলের মাথা নিচে নেমে গেছে। আমরা দলের পক্ষ থেক ক্ষমা প্রার্থী।
যদিও কাউন্সিলর প্রদীপ চাকি জানান যে এসডিও সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন। ওনার সঙ্গে আমার কোনো হাতাহাতি হয়নি, লক ডাউনের সময় দুই জন টেবিলের দুই মাথায় বসে কথা বলেছিলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct