রাকিবুল ইসলাম, বহরমপুর: আজ সোমাবার জেলা জজ আদালতে তোলা হবে তৃণমূল কাউন্সিলর প্রদীপ চাকিকে। শুক্রবার মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার উদ্যোগে ভ্যাকসিনের কাজ চলছিল। সেই সময় প্রদীপ চাকি ও তার লোকজন এসে ভ্যাকসিনের কাজে বাধা দেয় ও ডোমকল মহকুমা শাসককে গালিগালাজ করে বলে অভিযোগ। এমনকি বেশ কয়েকজনের ভ্যাকসিন ক্যানসেল করে দেওয়া হয়। এরপরেই ডোমকল মহকুমা শাসকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করেন। প্রদীপ চাকি ১দিন জেল হেফাজতে থাকার পর, আজ অর্থাৎ সোমবার প্রদীপ চাকিকে জেলা জজ আদালতে তোলা হবে।
করোনা ভ্যাকসিন প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি ধরা পড়ায়, শনিবার থেকে ডোমকলের দুটি জায়গায় ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মহকুমা শাসক রাজীব মন্ডল৷ করোনা ভ্যাকসিন প্রক্রিয়ায় সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টায় আক্রমণ করায় প্রদীপ চাকীর বিরুদ্ধে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আইনত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডোমকল মহকুমা শাসক রাজীব মন্ডল। এই ঘটনার তীব্র নিন্দা করেন ডোমকলের সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান। তিনি বলেন ডোমকলে ভ্যাকসিন প্রক্রিয়া সফল করতে তৎপরতার সঙ্গে কাজ করছেন মহকুমা শাসক। তবে একজন জনপ্রতিনিধি হয়ে প্রদীপ চাকীর সরকারি কাজে বাধা দেওয়ায় ও প্রশাসনিক আধিকারিক মহকুমা শাসককে অপমান করায় ধিক্কার জানান তিনি। করোনার ভয়াবহ পরিস্থিতিতে ভ্যাকসিন প্রক্রিয়ায় বাধা দেওয়ায়, সরকারি কাজে বিঘ্ন ঘটানোয় প্রদীপ চাকীর বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়ার পক্ষেই সহমত জানান জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রদীপ চাকির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তৃণমুল কাউন্সিলর প্রদীপ চাকী বলেন মহকুমা শাসকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct