জয়প্রকাশ কুইরি, পুুরুলিয়া: বিরহড় “মৈত্রেয়” টিম-এর উদ্যোগে রবিবার তিনটি অক্সিজেন কন্সেট্রেটর মেশিন, তিনটি অক্সিমিটার ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই কিট তুলে দিলেন পুরুলিয়া জেলার বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা যায়, “মৈত্রেয়” এর উদ্যোগে এবং স্বাস্থ্য সংস্থা “সুস্বাস্থ্য”র সৌজন্যে এফজিএস কলকাতা বুদ্ধিস্ট সেন্টার-এর মাধ্যমে এই কন্সেট্রেটর ও পিপিই কিট পাওয়া সম্ভব হয়েছে। বিদেশি সামাজিক সংস্থা বিএলআইএস বুদ্ধিস্ট সেন্টার মারফত এই দ্রব্যসমূহ পৌঁছে দিলেন কলকাতা মৈত্রেয় টিমের হাতে।
“মৈত্রেয়” টিমের তরফে সপ্তর্ষি বৈশ্য, সৌমিত্র ঘোষ, নিত্যানন্দ সেন, দূর্গা দাস মহান্তিরা শনিবার তা পৌঁছে দেন বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সঙ্গে ছিলেন “সেভ অযোধ্যা হিলস” গ্ৰুপের সদস্যগণ। আগামীদিন এই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া মানুষজনদের এই দ্রব্যগুলি ব্যবহার করা হবে বলে জানান সেই টিমের সদস্য সপ্তর্ষি বৈশ্য। এই টিমকে এই মহান কাজের জন্য বিশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ রামকৃষ্ণ ঘোষ ও বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ।
প্রসঙ্গত, বিরহড় “মৈত্রেয়” টিমের সদস্যরা বিগত দুইবছর ধরে পুরুলিয়ার বলরামপুর ব্লকের লুপ্তপ্রায় জনজাতি বিরহড়দের জীবন জীবিকার উন্নয়নের লক্ষে নানান কাজ করে চলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct