আপনজন ডেস্ক: গত বছরও (২০২০-২০২১ অর্থবর্ষ) নতুন করে বাজারে কোনও ২,০০০ টাকার নোট ছাড়েনি আরবিআই। তবে অর্থবর্ষে নোটের ব্যবহার ০.৩ শতাংশের মতো কমেছে। গত অর্থবর্ষে ২২৩,৩০১ লাখ নোট ব্যবহার করা হয়েছিল। ২০১৯-১৯ অর্থবর্ষে সেই সংখ্যাটা ছিল ২২৩,৮৭৫ লাখ। তারইমধ্যে অর্থনীতিতে যে পরিমাণ অর্থের জোগান আছে, তার বেশিরভাগটাই ৫০০ টাকা এবং ২,০০০ টাকার নোটের মাধ্যমে। সবমিলিয়ে ৫০০ এবং ২,০০০ টাকার নোট মিলিয়েই বাজারের ৮৫.৭ শতাংশ অর্থ এসেছে। যা ২০১৯-২০ অর্থবর্ষের থেকেও বেশি।
২০১৯-২০ অর্থবর্ষে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, সেই বছর একটাও ২,০০০ টাকার নোট ছাপা হয়নি। সুরক্ষাজনিত কারণে আপাতত ভারতীয় মুদ্রার সবথেকে মূল্যবান নোট ছাপার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। তবে আচমকাই যে ২,০০০ টাকার নোট ছাপার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে, তা নয়। বরং ক্রমশ নতুন করে ২,০০০ টাকার নোট ছাড়ার মাত্রা কমিয়ে আনছিল আরবিআই। যা পরবর্তীতে একেবারেই বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, কেন্দ্রের একটি অংশের তরফে দাবি করা হয়, মূলত কালো টাকা রোখার জন্য ও মানুষ যাতে নিজেদের কাছে বড় নোট বেশি কুক্ষিগত না করে রাখেন, তার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct