হাটে বাজারে
_________
আপনজন ডেস্ক: করোনা সংক্রমন বৃদ্ধির কারণে আংশিক লকডাউন ঘোষনার পর থেকে ভারতের এই কঠিন পরিস্থিতিতে মানুষ বাইরে না গিয়ে এখন প্রায় সমস্ত কাজই করছে অনলাইনে। ওষুধ থেকে মুদির বাজার সব ক্ষেত্রে মানুষ এখন নির্ভরশীল হয়ে পড়েছে অনলাইনের ওপর। আর সেই কারণে আরও একবার জাঁকিয়ে বসেছে এই অনলাইনে পরিষেবা দেওয়া সংস্থাগুলি। যার মধ্যে অন্যতম হচ্ছে বিগবাসকেট। বর্তমান পরিস্থিতির কারণে এখন প্রায় একাধিক গ্রাহক যুক্ত হয়েছে এই মাধ্যমে।
সূত্রের খবর, সম্প্রতি এই বিগবাসকেটের সর্বাধিক অংশ ক্রয় করেছে টাটা সন্স । মূলত ভারতে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং রিলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য এই পদক্ষেপ টাটার। যদিও এই বিষয়ে টাটার তরফে এখনও কিছু প্রকাশ করা হয়নি। অন্যদিকে সংবাদ সংস্থা রয়টার্স বিগবাসকেটকে এই বিষয় নিয়ে পশ্ন করলেও সংস্থার তরফে মেলেনি কোনও উত্তর।
এছাড়া ভারতের একটি সংস্থা মার্চ মাসে জানিয়েছে, বিগবাসকেটের প্রায় ৬৪.৩ % অংশ ক্রয় করেছে টাটা। লবন থেকে বিলাসবহুল গাড়ি সবকিছু রয়েছে টাটার তালিকায়। তবে শোনা যাচ্ছে ভারতীয় এই সংস্থা এবার লঞ্চ করতে চলেছে “সুপার অ্যাপ”। এই অ্যাপে যুক্ত করা হবে সমস্ত গ্রাহক থেকে ব্যবসায়ীদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct