ছড়া-ছড়িতে বিদ্রোহী কবি
স্মরণে নজরুল
মালা মিত্র
গুলবাগিচার সেরা গুল তুমি,
ঝরা নার্গিস বনে,
বাংলা ভাষায় আরবী সায়রী,
মেলালে যে বুলবুল্,
সেই কবি তুমি,তুমি দুখু মিয়া,
তুমিই সে নজরুল।
সমন্বয়ের সেরা সুর তুমি,
সুবাসিত ফুল গুলিস্তান,
‘একই বৃন্তের দুটি কুসুম হিন্দু মুসলমান’।
প্রেমের রাজ্যেে নাম ভূমিকায়,
প্রেমিক তুমি দিলদার,
দ্রোহে বিদ্রোহে জ্বালালে আগুন,
বুকের অন্তস্তল।
শিকল পড়ে, শিকল ভাঙার গান তুমি গেয়েছিলে।
বিদ্রোহী তুমি, প্রেমিক প্রবর,
সেরা কবি দুনিয়ার,
প্রিয় কবি আজ তোমায় জানাই,
সালাম, নমস্কার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct