দেবাশিস পাল, মালদা: মুর্শিদাবাদ জেলার প্রধান ফসল ধান। শহর এবং গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ঘূর্ণিঝড় ইয়াশ এর জেরে এক দিনের বৃষ্টিতে হাঁটুজল শহর থেকে গ্রামে। সেই জল সরানোর তোড়জোড় শুরু করেছে মালদা জেলা প্রশাসন। তারই ফলস্বরূপ ইংরেজবাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আলিপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের ৪৭ নম্বর গেটের কালভার্ট খুলে দিয়ে সেই জল বাংলাদেশ নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়।
জেলাশাসক রাজর্ষি মিত্র, ইংলিশ বাজার ব্লকের বিডিও, ইংলিশবাজার থানার আইসি মদন মোহন রায়, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস সহ স্থানীয় পঞ্চায়েতের প্রধান, সদস্যদের নিয়ে বিএসএফ কালভাটের গেট দিয়ে জল বাংলাদেশে বের করার ব্যবস্থা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct