জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং বাঘমুন্ডি থানার পরিচালনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো বাঘমুন্ডি থানা প্রাঙ্গনে। জানা যায়, এদিন কোভিড স্বাস্থ্যবিধি বজায় রেখে মুখে মাস্ক পরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান করেন বাঘমুন্ডি থানার পুলিশ ও সিভিক ভোলান্টিয়ার্সের ছাড়াও বাঘমুন্ডি এলাকার বেশ কয়েকজন যুবক। ষাট জনের উর্দ্ধে রক্তদান করেন। যারা এদিন রক্তদান করেন তাঁদের বাঘমুন্ডি থানার পক্ষ থেকে একটি গোলাপ ফুল উপহার দেওয়া হয়। সমাজের সাধারণ মানুষের জন্য এই করোনা পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতে পুলিশের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাঘমুন্ডিবাসী। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত দেব, বলরামপুর থানার সিআই পার্থ সারথি সিংহ, বাঘমুন্ডি থানার ও.সি মুকুল কর্মকার, সুইসা ফাঁড়ির ইনচার্জ আশীষ মন্ডল, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা পরিষদের অচিরাচরিত, ক্ষুদ্র, বিদ্যুৎ কর্মাধক্ষ্য নমিতা সিং মুড়া, জেলা পরিষদের সদস্য সুবোধ কুমার সহ বিশিষ্টজন।
এদিন বিধায়ক সুশান্ত বাবু বলেন, এই করোনার সময় রক্তের সংকট দেখা যাচ্ছে অন্যান্য জায়গার সঙ্গে পুরুলিয়াতেও। তাই পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে জেলাবাসীর রক্তসংকট মেটাতে জেলার প্রতিটি থানায় থানায় স্বেচ্ছায় রক্তদান শিবির করছেন। জেলা পুলিশের উদ্যোগ ও বাঘমুন্ডি থানার পুলিশকে সাধুবাদ জানালেন বিধায়ক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct