রাকিবুল ইসলাম, হরিহরপাড়া: মুর্শিদাবাদের হরিহরপাড়ার রমনা বিলপাড়ায় বজ্রাঘাতে মৃত দুই পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হলো। রাজ্যের দুই প্রতিমন্ত্রীর উপস্থিতিতে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভা কক্ষে সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার। মৃত তাহাসেন শেখ ও সহিদুল ইসলাম মৃত এই দুই পরিবারকে দু’লক্ষ করে টাকার চেক ও ত্রাণ তহবিলের সরঞ্জাম সহ সমব্যাথী প্রকল্পের ২০০০ টাকা তুলে দেওয়া হয়। উল্লেখ্য গত ২৭ মে বৃহস্পতিবার বিলে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় ২ জনের আহত আরো ৫। রাজ্যের প্রতিমন্ত্রী সুব্রত সাহা জানান যেকোনো মৃত্যু দুঃখজনক গত ২৭ তারিখে রমনা বিলপাড়া এলাকায় আকস্মিক মৃত্যুতে আমরা পরিবারকে সমবেদনা জানালাম, মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত পরিবারদের দু লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হলো এবং যারা আশঙ্কাজনক অবস্থায় আছে তাদের উচ্চমানের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি হরিহারপাড়ার বিধায়ক নিয়ামত শেখ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেকোনো দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা এই মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগকে কুর্নিশ জানাই।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী সুব্রত শাহা, বিদ্যুৎ ও কুটির শিল্প প্রতিমন্ত্রী আকরুজ্জামান, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদ কুটিরশিল্প ও বিদ্যুৎ কর্মদক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, সদর মহকুমা শাসক, বিডিও রাজা ভৌমিক, আইসি অমিত নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি সর্জিজা বেগম, বিশিষ্ট সমাজসেবী জয়নাল আবেদিন সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct