আপনজন ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারে এক মনোরম নতুনমসজিদের উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার মসজিদটি উদ্বোধন করেছেন তিনি। প্রায় ১০ বছর আগে সেখানে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোগান। এতদিন পর সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করলেন।
তাকসিম মসজিদ এবং ৩০ মিটার উঁচু গম্বুজ সম্বলিত স্থাপনাটিকে মুস্তফা কামাল আতাতুর্কের তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।মসজিদ উদ্বোধনের পর কয়েক হাজার মুসল্লির সঙ্গে গতকাল জুমার নামাজ পড়েন এরদোগান। এরপর সেখানে তিনি বলেন, মসজিদটি নির্মাণের মধ্য দিয়ে তুরস্কের একটি স্বপ্ন পূরণ হল। তিনি আরো বলেন, চার বছর আগে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ার আগে নামাজ আদায়ের একটি কক্ষও এখানে ছিল না। সংবাদপত্র বিছিয়ে মুসল্লিরা নামাজ পড়তেন। আল্লাহর ইচ্ছায় এটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে।
মসজিদের উদ্বোধনের সময় জুমার নামাজ পড়তে আসা বিপুল সংখ্যক মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে মসজিদ নির্মাণ করতে পারা একটি বিজয়। কোনো কিছুই এ উদ্যোগকে বন্ধ করতে পারবে না। এরদোগান নব্বইয়ের দশকে ইস্তাম্বুলের মেয়র থাকার সময় তাকসিম স্কয়ারে মসজিদ নির্মাণের ইচ্ছার কথা বলেছিলেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও তুরস্কের ধর্ম নিরপেক্ষ ভিত্তি থেকে সরে আসার জন্য এরদোগানের সমালোচনা করেন অনেকে।তাকসিম স্কয়ারের গাজি পার্কে ২০১৩ সালে যখন ওই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন সেখানে এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। এমনকি বিশ্বের নানা জায়গায় ওই বিক্ষোভের প্রতি সংহতি জানিয়েও নানা কর্মসূচি পালন হয়েছিল।
তবে শুরুতে সেখানে উন্নয়নমূলক কাজের বিরোধিতা করে প্রতিবাদ হলেও সেটি শেষ পর্যন্ত সরকারি নীতির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশের রূপ নিয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct