আপনজন ডেস্ক: ‘সব কা সাথ, সবকা বিকাশ’ এই স্লোগান তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন বিজেপির যোগী আদিত্যনাথ। কিন্তু দেশের মধ্যে করোনা মোকাবিলায় সবচেয়ে ব্যর্থ রাজ্য হিসেবে উঠে আসছে সেই উত্তরপ্রদেশ। সেখানে স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। হাসপাতালে যেমন অক্সিজেনের যোগান নেই, তেমনি লাশ দাহ করারর সঙ্কুলান হচ্ছে না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে হয় করোনায় মৃতদের লাশ হয় নদীর তীরে পুঁতে দিতে হচ্ছে, অথবা গঙ্গায় ভাসিয়ে দিতে হচ্ছে।
কিন্তু সব বিভেদ ভুলে যোগী সরকারের করোনা যুদ্ধে নিজেদের শামিল করে চলেছেন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। জাতি, ধর্ম’ বর্ণ ভুলে যেমন শ্মশানে হিন্দুদের লাশ দাহ করতে নিয়ে যেতে দেখা যাচ্ছে, তেমনি লখনউয়ের জামা মসজিদে বিনামূল্যে অক্সিজেন সরবরাহে হিন্দু সম্প্রদায়ের জন্য ৫০ শতাংশ সংরক্ষণও করেছে। শুধু তাই নয় লখনউয়ের আইশবাগ ঈদগাহ নজির সৃষ্টি করেছিল ঈদগাহ চত্বরকে করোনা ভ্যাকসিনেশন সেন্টারে রূপান্তরিত করে। এবার সেই পথে এগিয়ে এল লখনউয়ের ঐতিহাসিক ছোটা ইমামবাড়া। মুসলিমদের উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা স্বাস্থ্য দফতর এবার ছোটা ইমমাবাড়াকে করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্রে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিল। এই ঐতিহাসিক সৌধটি পর্যটকদের জন্য ছিল আকর্ষণীয় স্থান। যদিও এটি পরিচালনা করে হুসাইনবাদ সংশ্রিস্ট ট্রাস্ট। গত বৃহস্পতিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মজলিশ-এ উলামায়ে হিন্দের সম্পাদক মাওলানা কালবে সাদিককে নিয়ে ইমামবাড়াটি পরিদর্শন করেন।
এ ব্যাপারে জেলা টিকাকরণ অফিসার ডে. এম কে সিং জানান, আমরা ইমামবাড়াটি পরিদর্শন করেছি। এটিকে করোনা ভ্যাকসিনেশন সেন্টারে রূপান্তরিত করা হবে। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। এর ফলে যোগী আদিত্যনাথের রাজ্যে লখউয়ের ইমামবাড়া হবে দ্বিতীয় কোনও মুসলিম ধর্মস্থান যেটি করোনা ভ্যাকসিনেশন সেন্টারে রূপান্তিরত করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct