আপনজন ডেস্ক: নারদ কাণ্ডে কলকাতা পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিমকে সিবিআই গ্রেফতারের পর একটা ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। ফিরহাদ সে সময় করোনা পরিস্থিতির মধ্যে পরিষেবা দিতে না পেরে ডুকরে কেঁদে উঠে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমায় কলকাতার মানুষকে বাঁচাতে দিল না।’ এসই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হাইকার্টের রায়ে জামিন পাওয়ার পর তিনি কলকাতার মানুষদের সেবায় নেমে পড়েন। শুক্রবার জামিন পেয়ে রাতেই ৭৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এবার শনিবারে তারাতলার হাইড রোড পরিদর্শন করে কলকাতা পুরসভার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন কর্মসূচির খোঁজখবর নেন ফিরহাদ। তারপর দুপুরে ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে যোগ দেন তিনি। একের পর এক ফোন আসতে থাকে তাঁর কাছে। ধরে ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করেন ফিরহাদ।সমস্যা মেটানের জন্য কসবার এক বাসিন্দাকে পুরসভায় আসতে বলেন তিনি। আবার করোনা রোগীর বেড পাওয়ার জন্য নিজের ফোন নম্বরও দিয়ে দেন তিনি।
ফিরহাদ বলেন, মানুষ করোনার সংক্রমণের কারণে সমস্যায় রয়েছেন। আমি আমার দায়িত্ব ফিরে পেয়েছি। তাঁদের যাতে সব রকম সুযোগ-সুবিধা দেওয়া যায় সেই চেষ্টা করছি। শহরের সবার জন্য কাজ করার ক্ষেত্রে এবার পুরোদমে ঝাঁপিয়ে পড়ব।
এদিন তার পাড়ায় চেতলা মেয়রস ক্লিনিক পরিদর্শন করে বলেন, কাজ ঠিকই হচ্ছে। নিয়ম মেনে টিকা দেওয়ার কাজ হচ্ছে। আমি উৎকন্ঠার মধ্যে ছিলাম। নিজের চোখে না দেখা পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না। সবাই যাতে টিকা পায় সেটার চেষ্টায় আছি।
তবে বন্দিদশায় কলকাতাবাসীর জন্য কাজ করতে না পাার জন্য আফসোস করেন। এ নিয়ে বলেন, আমি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলাম। কিন্তু রাস্তায় নেমে কাজ করতে পারিনি। তবে আমার হৃদয় সবসময় মানুষের কাজের জন্যই ছিল। এবার সেই কাজটা করারই চেষ্টা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct