আপনজন ডেস্ক: হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন শুক্রবার। সেই দিনেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডলের সভাপতিত্বে দুপুর বেলা জেলা পরিষদ ভবনে ‘দুয়ারে ত্রাণ’ সহ অন্যান্য বিষয় নিয়ে কর্মাধ্যক্ষ ও জেলা আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সহকারীসভাধিপতি শ্রীকৃষ্ণগোপাল ব্যানার্জি,বন ও ভুমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ, স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রবীর ঘোষ, জেলা পরিষদের সেক্রেটারি প্রবীর কুমার সরকার, ডিস্ট্রিক্ট ভেটেনারি আধিকারিক ডাঃ দেবজ্যোতি চ্যাটার্জীসহ অন্যান্য কর্মাধ্যক্ষ ও আধিকারিক বৃন্দ।
জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল বলেন, আমরা সার্বিকভাবে পুরো বিষয়টা সামলানোর চেষ্টা করেছি। দুর্গতদের বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীদিনেও যত সম্ভব বেশি পৌঁছে দেওয়া হবে।
জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ সাহেব প্রস্তাব রাখেন,সামগ্রিকভাবে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ক্যাম্প মারফত যদি ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের ফর্ম ফিলাপ থেকে শুরু করে জমা করার সুবন্দোবস্ত করা হয় তাহলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা উপকৃত। প্রকৃত ক্ষতিগ্রস্তরা সঠিক মূল্যায়নের মাধ্যমে দুর্গতরা সরকারি বরাদ্দকৃত অর্থ যতাযথ পেলে তবেই মুখ্যমন্ত্রীর ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পটি সার্থক হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct