মোল্লা মুয়াজ ইসলাম, গলসি: মিলের গাফিলতিতে নষ্ট হচ্ছে চাষের ধান, বিক্রির দাবীতে বিক্ষোভ চাষিদের। নিজের উৎপাদিত ধান বিক্রয়ের দাবীতে সকাল থেকেই উত্তাল স্থানীয় ভদ্রেশ্বর রাইস মিল চত্বর। এদিন গলসি ১ নং ব্লকের পারাজ অঞ্চলের শতাধিক চাষি জড়ো হন ওই মিলে। তারপরই শতাধিক চাষি বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি মোকাবিলা করেন। স্থানীয় চাষি মিন্টু সাম বলেন, প্রতি সিজনে ভদ্রেশ্বর রাইস মিল জমিতে পচা জল ঢুকিয়ে এলাকার পাঁচ সাতশো বিঘা জমির ধান নষ্ট করে দিচ্ছে।
ভূগর্ভ থেকে প্রতিদিন গ্যালন গ্যালন জল তুলে এলাকার জলস্তর নিচে নামিয়ে তাদের পানীয় জলের সমস্যায় ফেলছে। মিলে ব্যবহারের পর পচা বজ্য জল পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী সেচ ক্যানেলে ও জমিতে ছেড়ে দিচ্ছে। এরজন্য এলাকার পরিবেশের সাথে সাথে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct